Thursday, October 2, 2025
spot_img
Homeবিনোদনএবার কি বলিউডে প্রোযোজকের ভূমিকায় প্রসেনজিৎ!

এবার কি বলিউডে প্রোযোজকের ভূমিকায় প্রসেনজিৎ!

ওয়েব ডেস্ক: টালিউডের(Tollywood) গন্ডি পেরিয়ে তিনি অনেক দিন ধরেই বলিউডের ধারাবাহিকভাবে নিজের ছায়া ফেলার চেষ্টা করছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prasenjit Chattopadhya)। বলিউডে অভিষেক হয়েছে তার বহুদিন আগেই। ‘জুবিলি'(Jubili)র পর সদ্য মুক্তি পাওয়া ‘খাকি ২'(Khaki 2) ওয়েব সিরিজে টলিউডের অবিসংবাদিত এই অভিনেতা যথেষ্ট নজর কেড়েছেন। তিলোত্তমা নগরী ছেয়ে গিয়েছে তার পোস্টারে। এবার শোনা যাচ্ছে তিনি নাকি বলিউডে(Bollywood) নতুন রূপে ধরা দিতে চলেছেন।
প্রসঙ্গত এর আগে টলিউডের একাধিক ধারাবাহিক প্রযোজনা করেছেন প্রসেনজিৎ অর্থাৎ বুম্বাদা(Bumbada)। তার প্রযোজনা সংস্থা ‘অ্যান আইডিয়াজ’ এর রয়েছে বেশ কিছু জনপ্রিয় বাংলা ধারাবাহিক। এই মুহূর্তে চলছে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকটি।

আরও পড়ুন:সত্তরের রেখা যেন তন্বী, দেখবেন নাকি সেই ছবি…

পাশাপাশি এবার নাকি হিন্দি ধারাবাহিকের প্রযোজক হিসেবে বলিউডে অভিষেক হতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। সূত্রের খবর ‘কভি নিম নিম কাভি শহদ শহদ’ নামে একটি ধারাবাহিক প্রযোজনা করবেন প্রসেনজিৎ। জানা গেছে বাংলা টেলিভিশনের অন্যতম সফল ধারাবাহিক কথার হিন্দি রিমেক হতে চলেছে এই নতুন মেগা সিরিয়াল। যে বাংলা সিরিয়ালে দেখা গিয়েছিল সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে-কে। হিন্দি এই ধারাবাহিকটিতে অভিনয় করতে দেখা যাবে আরবার কাজী ও আফিয়া তয়েবলিকে।

Read More

Latest News